সৌদির মঞ্চ মাতালেন জেনিফার লোপেজ, হ্যালি বেরিরা
সৌদি আরবের রিয়াদে পশ্চিমা সংস্কৃতির আদলে অনুষ্ঠিত হয়েছে জমকালো এক ফ্যাশন শো। রক্ষণশীল এই দেশটির মঞ্চে পারফর্ম করলেন হলিউড তারকা জেনিফার লোপেজ ও হ্যালি বেরি। এ ছাড়া গান গেয়েছেন টাইটানিকখ্যাত কানাডিয়ান পপশিল্পী সেলিন ডিওনও।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
