বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি
রাখাইনের প্রায় সব শহরই দখলে নিয়েছে মিয়ানমারের জান্তাবিরোধী বিদ্রোহীরা। রাজ্যটির ১৭টি শহরের মধ্যে ১১টি দখলের পর সম্প্রতি আরাকান আর্মি ঘোষণা দিয়েছিল, আরও চার শহর পতনের দ্বারপ্রান্তে। এরই মধ্যে গত রোববার সশস্ত্র গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ মংডু শহর দখলে নেওয়ার কথা জানায়।
Tags
আন্তর্জাতিক
