★ তান্ত্রিক কবিরাজ ফকির রাজু চিশতি ★ — স্বামী স্ত্রী অমিল, প্রেমে বাধা, বান টোনা, কালো জাদুর শিকার, কাজে মন বসে না, বিয়ে বন্ধ, জমি জমা নিয়ে ঝামেলা, জিনের আছর? ✦ আজই যোগাযোগ করুন — ☎ 01924188314 | WhatsApp: 01911930824 ✉
ভোরের খুলনা
সবার আগে সব খবর

নিয়ন্ত্রণহীন দখল-চাঁদাবাজি










নিয়ন্ত্রণহীন দখল-চাঁদাবাজি

সারা দেশে নির্লিপ্ত ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনী
ফুটপাত থেকে শুরু করে দখল হচ্ছে 
সারা দেশে দখল ও চাঁদাবাজির ঘটনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু পুলিশ নির্লিপ্ত। প্রতিদিন শত শত অভিযোগ। আর এই কাজে বিএনপি ও জামায়াতের নেতারা ছাড়াও এক ধরনের সুবিধাবাদী গ্রুপ সুযোগ নিচ্ছে। বাদ যাচ্ছে না পেশাদার অপরাধীরাও। মার্কেট থেকে শুরু করে ফুটপাত, জমি থেকে শুরু করে দোকান কিছুই বাদ যাচ্ছে না। নির্মাণাধীন ভবনেও হানা দিচ্ছে চাঁদাবাজরা। ফলে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কেন্দ্র থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। কিছু ব্যবস্থা নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে সামনে আনতে ভয় পাচ্ছেন ভুক্তভোগীরা। এই দখলবাজি নিয়ে এর মধ্যে প্রাণও গেছে কয়েক জনের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Wikipedia

সার্চ ফলাফল

পৃষ্ঠাসমূহ

অনুসরণকারী