স্কুলে গিয়ে কেউ খুশি, হতাশ বেশি
শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। পৌষের শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে গতকাল বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে স্বল্প পরিসরে বিনা মূল্যে নতুন বই বিতরণ করা হয়। অপচয় রোধ করতে বরাবরের মতো এবার ঘটা করে হয়নি বই উৎসব। শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবের আমেজ না থাকলেও নতুন বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণে মেতে ওঠে শিক্ষার্থীরা। নতুন শিক্ষাবর্ষে ৪ কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪১ কোটি পাঠ্যবই প্রয়োজন। এর মধ্যে মাত্র ৬ কোটি পাঠ্যবই গতকাল বিতরণ করা হয়েছে।
