চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকার একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়েছে বলে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।
শনিবার রাত ১টার দিকে তিনি বলেন, রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে খুলশী থানায় নেওয়া হয়েছে।
Tags
অপরাধ
