![]() |
কোপা দেল রে ফাইনালকে কেন্দ্র করে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবারের (২৬ এপ্রিল) এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি এখন নতুন মোড়ে, কারণ রেফারির বিরুদ্ধে অভিযোগ ও আবেগঘন প্রতিক্রিয়ার পর মাদ্রিদ শিবির থেকে ম্যাচ বয়কটের হুমকি এসেছে।
বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল RMTV একটি বিশদ ভিডিও প্রকাশ করে, যেখানে কোপা দেল রে ফাইনালের জন্য নিযুক্ত রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোএচিয়ার (Ricardo de Burgos Bengoetxea) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ভিডিওতে বার্সেলোনার পক্ষে দেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের দৃষ্টান্ত তুলে ধরা হয় এবং রেফারির বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত দেওয়া হয়।
