যে দল নিয়ে জিম্বাবুয়ে বাংলাদেশ সফরে এসেছে, সেই দলের সম্মিলিত টেস্ট খেলার অভিজ্ঞতা ৮১ ম্যাচ। আর ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের মুশফিকুর রহিম একাই খেলেছেন ৯৪ টেস্ট। সুতরাং জিম্বাবুয়ের জন্য চতুর্থ দিনে রান তাড়া করা নতুন অভিজ্ঞতাই বটে। সেই রান তারা সফলভাবে তাড়া করে রীতিমতো রেকর্ড গড়ে জিতে নিল সিলেট টেস্ট।
Tags
খেলা
