ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের আরো ২ সদস্যকে আটক করেছে ইরান। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যও জব্দ করা হয়েছে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার।
ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোনতাজের আল-মাহদি রবিবার জানিয়েছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুইয়েহ জেলায় এই দুই এজেন্টকে শনাক্ত করে আটক করা হয়েছে।
Tags
আন্তর্জাতিক
