শুক্রবার ইরানে ইসরায়েলের বিমান হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে তেহরান।
ইসরায়েলের চলমান হামলায় ইতোমধ্যেই ইরানে নিহত হয়েছে বহু মানুষ। এর জবাবে ইরান বহু ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন ছুঁড়েছে, যাতে ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
