ছবি এ এফ পি
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের রাজধানীর কাছেই একটি তিনতলা ড্রোন ঘাঁটি চালাচ্ছে— ইসরায়েলি মিডিয়ার এমন প্রতিবেদন সামনে আসার পরই অভিযান চালিয়ে গোপন সেই ঘাঁটিটি শনাক্ত ও ধ্বংস করেছে বলে জানিয়েছে তেহরান।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানীর নিকটবর্তী রেই শহরে অভিযান চালিয়ে মোসাদের গোপন ঘাটিটি ধ্বংস করা হয়েছে।
এছাড়া ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় অভিযানের ভিডিওতে ছোট ছোট ড্রোন ও বিস্ফোরকের অংশগুলো দেখা যায়।
ইরান বলছে, দেশে এমন আরও ড্রোন উৎপাদনকেন্দ্র থাকতে পারে, এবং তা শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।
Tags
আন্তর্জাতি
