৬৭ বছর বয়সী সাইকেল মেকানিক আলী গত ৩১ মে নিজ বাড়িতে ফিরেছেন, কিন্তু তার চোখে এখনো ভয়। কোনো দেশের নাগরিকত্ব ছাড়াই তিনি চার দিন কাটিয়েছেন বাংলাদেশের সীমান্তে। আলী বলেন, ‘জন্ম থেকে শুনেছি বাংলাদেশের নাম, কিন্তু কখনো ভাবিনি সেখানে আমাকে জোর করে ঠেলে দেওয়া হবে।’
তার এই দুর্ভোগের সূচনা ২৩ মে, যখন আসামের মোরিগাঁও জেলার কুয়াদল গ্রামের ভাড়া বাসা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
