★ তান্ত্রিক কবিরাজ ফকির রাজু চিশতি ★ — স্বামী স্ত্রী অমিল, প্রেমে বাধা, বান টোনা, কালো জাদুর শিকার, কাজে মন বসে না, বিয়ে বন্ধ, জমি জমা নিয়ে ঝামেলা, জিনের আছর? ✦ আজই যোগাযোগ করুন — ☎ 01924188314 | WhatsApp: 01911930824 ✉
ভোরের খুলনা
সবার আগে সব খবর

চলন্ত যানবাহনে যেভাবে নামাজ আদায় করব


 
প্রশ্ন 
মুহতারাম সবিনয় নিবেদন এই যে, আমার একটি প্রশ্ন রয়েছে। অনুগ্রহপূর্বক শরয়ি দলিল-প্রমাণের আলোকে নিম্নলিখিত প্রশ্নটির সঠিক সমাধান প্রদান করে বাধিত করবেন। প্রশ্নগুলো নিম্নরূপ :


১. চলন্ত লঞ্চ, জাহাজ, বিমান, বাস, ট্রেনে নামাজ আদায় করার বিধান কী ও তার পন্থা কী?

উত্তর

চলন্ত লঞ্চ, জাহাজ, ট্রেন ও বিমানে ফরজ নামাজ সম্ভব হলে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু-সিজদাসহ আদায় করবে। দাঁড়ানো যদি কষ্টকর হয় তাহলে বসে স্বাভাবিক রুকু-সিজদা করে নামাজ আদায় করবে।

এভাবে নামাজ আদায় করতে পারলে পরবর্তী সময়ে তা পুনরায় পড়তে হবে না। আর যদি কেবলামুখী হয়ে রুকু-সিজদার সঙ্গে নামাজ আদায় করা সম্ভব না হয়, তাহলে যেভাবে সম্ভব বসে বা ইশারায় নামাজ পড়ে নেবে। এ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সতর্কতামূলক ওই ফরজ নামাজ পরবর্তী সময়ে আবার পড়ে নেবে।

আর বাসে যেহেতু সাধারণত দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নামাজ পড়া যায় না, তাই কাছাকাছি যাতায়াতের ক্ষেত্রে ওয়াক্ত শেষ হওয়ার আগে গন্তব্যে পৌঁছে নামাজ আদায় করা সম্ভব হবে না বলে মনে হলে এবং নেমে যাওয়া ঝুঁকিপূর্ণ অথবা অসুবিধাজনক না হলে পথিমধ্যে নেমে ফরজ নামাজ পড়ে নেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Wikipedia

সার্চ ফলাফল

পৃষ্ঠাসমূহ

অনুসরণকারী