ইন্দোনেশিয়ায় কয়েকদিন ধরে চলা বিক্ষোভ রাজধানী জাকার্তার বাইরে ছড়িয়ে পড়েছে। একাধিক আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার ঘটনায় উত্তেজনা বাড়ায় চীন সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী বুধবার বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ও জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিজয় শোভাযাত্রায়’ অংশ নেওয়ার কথা ছিল তার। তবে দেশজুড়ে অস্থিরতার কারণে শনিবার ওই সফর স্থগিত করেন তিনি।
