মানব ইতিহাসে মিথ্যা সর্বদাই অন্ধকারের প্রতীক। মিথ্যা শুধু যে ব্যক্তিগত নৈতিকতা ধ্বংস করে তা-ই নয়, এটি পরিবারে অবিশ্বাস, সমাজে বিভেদ ও ভ্রান্তির জন্ম দেয়। কিন্তু মিথ্যারও স্তর আছে। কেউ নিজের স্বার্থে মিথ্যা বলে, কেউ বলে অন্যকে হাসানোর জন্য।
সবই অপরাধ। অথচ ইসলামে এমন এক মিথ্যা আছে, যা শুধু অপরাধ নয়; বরং আখিরাতেও অনিবার্য ধ্বংসের কারণ। আর তা হলো মহানবী (সা.)-এর নাম ব্যবহার করে মিথ্যা বাণী ছড়ানো।
যিনি আল্লাহর রাসুল, যিনি ওহির বাহক, যিনি সমগ্র মানবতার মুক্তিদাতা, তাঁর নামে মনগড়া কথা প্রচার করা আল্লাহর বাণী বিকৃত করার শামিল।
Tags
ইসলামিক
