আন্তর্জাতিক সংহতি ফ্লোটিলা সুমুদ নৌবহরের এক সদস্য হাসান আগাজানি জানিয়েছেন, ইসরায়েলের গাজা অবরোধকে চ্যালেঞ্জ করার একমাত্র পথ হলো তৃণমূল পর্যায়ের উদ্যোগ। নৌবহর সুমুদ ৪৪টি দেশের ৭০টিরও বেশি জাহাজ নিয়ে রবিবার যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে তিউনিসিয়া ও ভূমধ্যসাগরীয় বিভিন্ন দেশ থেকে আরো ডজনখানেক জাহাজ যোগ দেবে। খবর মেহের নিউজের।
Tags
আন্তর্জাতিক
