★ তান্ত্রিক কবিরাজ ফকির রাজু চিশতি ★ — স্বামী স্ত্রী অমিল, প্রেমে বাধা, বান টোনা, কালো জাদুর শিকার, কাজে মন বসে না, বিয়ে বন্ধ, জমি জমা নিয়ে ঝামেলা, জিনের আছর? ✦ আজই যোগাযোগ করুন — ☎ 01924188314 | WhatsApp: 01911930824 ✉
ভোরের খুলনা
সবার আগে সব খবর

হেফাজতে ১৫ সেনা কর্মকর্তা






 সংবাদ সম্মেলনে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

গুম ও মানবতাবিরোধী অপরাধে’ জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে ১৫ জনকে ঢাকা ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁদের গ্রেপ্তারি পরোয়ানার কপি গতকাল শনিবার পর্যন্ত হাতে পায়নি সেনা সদর। গতকাল বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিকবাহিনীর সদস্যদের মামলাসংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য জানান।


‘বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানস্বীকৃত দেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল’—এ কথা জানিয়ে মো. হাকিমুজ্জামান বলেন, ‘যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাঁদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন।আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাঁদের মধ্যে ১৫ জন এসে হেফাজতে রয়েছেন।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Wikipedia

সার্চ ফলাফল

পৃষ্ঠাসমূহ

অনুসরণকারী